আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো.জোবাইর নামের এক বালুমহালের মালিককে ২লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের বরকল ব্রিজের পাশে শঙ্খ নদীতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান,বরকল ব্রীজের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে, বড় বড় ট্রাকে পরিবহনের ফলে গ্রাম্য সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ২লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
leave your comments