শহিদুল ইসলাম- বর্তমানে অন লাইনে ব্যবসার পরিচালনা করে অনেক মানুষ সফল হচ্ছেন তবে এটির পেছনে ফেসবুক গ্রুপ এবং পেইজের অবদান বা গুরুত্ব অনেক। শুধু গ্রুপ হলেই অনলাইনে যে বিক্রি হবে অনলাইনে সেই ধরনা ভুল,এর জন্য সঠিকভাবে পরিচালনা করা ও উদ্যোক্তাদের সমসাময়িক প্রশিক্ষণের মধ্যে দিয়ে সফল বানাতে হয়। আ. স. ম. মুহতাসিম ফুয়াদ সোহান এর জন্ম বগুড়া জেলার শেরপুরে,ছোট বেলা থাকেই উদ্যমী তাই তিনি ইচ্ছাপোষণ করতেন উদ্যোক্তাদের জন্য কিছু করার। বড় হবার পড়ে ইচ্ছাশক্তি বেড়ে গেলে তিনি ফেসবুকে উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেন Entrepreneur and E-commerce Platform(EP)। তিনি চায়নাতে Mechanical Engineering বিষয়ে, Yangzhou University পড়াশোনা করেন।
শুরুতে সদস্য কম হলেও বর্তমানে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার সদস্য আছে গ্রুপে। উদ্যোক্তাদের আরো প্রগতিশীল ও উদ্যমী করতে প্রায়-ই অফ লাইন মেলা ও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোস্তাসিম ফুয়াদ সোহান জানান,উদ্যোক্তা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম (ইপি) প্রতিষ্ঠার পর আমি বুঝতে পারি উদ্যোক্তাদের জন্য কিছু দরকার, ক্রেতাকে বিক্রেতার সাথে সংযুক্ত করতে আমরা আমাদের প্লাটফর্মকে ডিজিটালাইজ করতে শুরু করি। এটিকে আরও ব্যবহারকারী বান্ধব করতে এবং বিক্রেতা একটি দোকানের মালিকানা নিয়ে বিক্রি করতে পারে এবং ক্রেতা কিনতে পারে। আমরা কুরিয়ার সমস্যাও মোকাবেলা করব।
তিনি আরো বলেন,ই-কমার্সের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের একটি সুযোগ রয়েছে। সমস্যা গুলোর সমাধান করে আমি এই উদ্যোক্তা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম (ইপি) নির্মিত উদ্যোক্তা প্রতিষ্ঠা করেছি।
leave your comments