আকাশ দাশ সৈকত – মেসির ক্যারিয়ারে ৫৭ তম হ্যাটট্রিক! মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির নেতৃত্বে বিশ্বকাপে জয়ের পর থেকে উড়ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমে দুই ম্যাচে চার গোল করলেন লিওনেল মেসি। যার মধ্যে কুরাসাওয়ের বিপক্ষে গড়লেন অনন্য কীর্তি। মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে শততম গোলের রেকর্ড গড়লেন এই ক্ষুদে জাদুকর। আজ কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটের মাথায় আর্জেন্টিনার প্রথম গোলটি করার পথে জাতীয় দলের জার্সিতে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। দক্ষিণ আমেরিকার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুর্দান্ত এই মাইলফলক স্পর্শ করেন মেসি। বিশ্বকাপজয়ী ফুটবলারদের মধ্যে এই রেকর্ড মেসি ছাড়া নেই আর কারোরই!
কুরুসাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যাট্রিকের দেখা পান মেসি। ম্যাচের ২০, ৩৪ এবং ৩৭তম মিনিটে তিনটি গোল করে হ্যাট্রিক পূরণ করেন মেসি। এইদিকে মেসি ছাড়া জাতীয় দলের জার্সিতে শততম গোলের রেকর্ড আছে কেবল ইরানের আলি দাইয়ের (১০৯) আর পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর (১২২)।
leave your comments