আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে প্রবাসী সদস্যদের সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে এই ইফতার বিতরন কায্যক্রম অনুস্টিত হয় ,উক্ত ইফতার সামগ্রী বিতরন কায্যক্রমে উপস্হিত ছিলেন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উপদেষ্ঠা আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ,আলহাজ্ব নুর মোহাম্মদ, আলহাজ্ব আহমদ নবী, জাকের জামান, মুছা সাগর, সভাপতি নুরুল হক আমিরী ,সিনিয়র সহ -সভাপতি এয়ার মুহাম্মদ ,সহ-সভাপতি মোহাম্মদ সোলয়মান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ,অর্থ সম্পাদক নুরুল আবচার , যুগ্ন সাধারন সম্পাদক সোহেল ছৈয়দ, প্রকল্প সম্পাদক মুহাম্মদ ইসমাইল, ক্রীডা সম্পাদক আবু তাহের সেকান্দর, দপ্তর সম্পাদক মনজুর আলম, শাহেদ , ইমন,মহিউদ্দীন, মুজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ করিম প্রমুখ।
উল্লেখ্য ৪০০ অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।
leave your comments