মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কাসেম মাহাবুব উচ্চ মিলনায়তনে কেক কেটে কর্মসুচি শুরু হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মহিলা আ.লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া প্রমুখ। এদিকে সকালে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, মহিলা আ’লীগ, চন্দনাইশ স্পোটিং ক্লাব, সৈনিক লীগ, চন্দনাইশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছৈয়দ মো.পাড়া রহমানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা, চন্দনাইশ সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা আ’লীগ: চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে চন্দনাইশ সদর আমিন উল্লাহ (রঃ) শাহী জামে মসজিদে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা এম. কায়সার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা যথাক্রমে মাষ্টার আহসান ফারুক, সমীরণ দাশ তপন, মো. সাইফুর রহমান, ফরিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, যুবলীগ নেতা এস. এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, মো. রাজু, মো. আরিফুল ইসলাম প্রমুখ।
চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ: চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে ব্লার্ড গ্রুপিং এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সিটিজি ব্লার্ড ব্যাংকের সহযোগিতা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ— সভাপতি মো. মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম নয়ন, মো. মুন্না, আবিদুল ইসলাম, রিফাত, মো. রবিউল ইসলাম, মো. আরিফ প্রমুখ।
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়: চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেক কেটে কর্মসূচী শুরু হওয়ার পর কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনা অংশ নেন শিক্ষক যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ, অমল কান্তি নাথ, মাও. নাজিমুদ্দীন মো. তৌহিদ, আবু ছালেক, আবু তৈয়ব, এনামুলক হক, শর্মিলা দেবী, কাকলী চৌধুরী, শিক্ষার্থী প্রদীপ কুমার দে, জাহিদুল ইসলাম, সাইফুর রহমান, মো. আদর প্রমুখ।
leave your comments