আনিসুর রহমান।।
রাউজানে শাহ নাতোয়ান ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ৩য় অলম্পিক ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি (রোববার) দিবাগত রাতে শমসের নগর ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনিতীবীদ ফজল কাদের (কালু)। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ রবিউল হোসেন রিমন। ধারাভাষ্যকার ছিলেন মুহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন মো.আরমান, মো.রিসাদ, হাসান মুরাদ, মো.আকবর, মো.মিজান, মো.ইরফাত, মো.রাহাত। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো.রোহান, মো.রাকিব, মো.আবির, মো.কাউছার। খেলায় বি এম বি সিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিকদার পাড়া স্পোর্ট ক্লাব।
leave your comments