অদ্য ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় খুরুশিয়া ছবিলাখাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহ্যবাহী সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন খুরুশিয়া হিলফুল ফুযুল পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ রমজান আলী ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুরুশিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ইদরিস মিয়া তালুকদার।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন হামীমের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আবদুল জলিল, প্রধান বক্তা ছিলেন রাউজান হাছি ফকির (রহঃ) আলিম মাদরাসার অধ্যক্ষ, সংগঠনের উপদেষ্টা মুফতি মাও. সাইফুল ইসলাম আলকাদেরী। কাউন্সিলর হিসাবে ছিলেন সংগঠনের উক্ত পরিষদের উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আলম, জনাব আবুল কালাম সওঃ, রাসেল মাহমুদ, মাওলানা ওসমান গণী, লিয়াকত আলী, স্থায়ী কমিটির সদস্য মাওলানা কোরবান আলী ও কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
কাউন্সিল অধিবেশন শেষে কার্যকরি পর্ষদ ২০২৪-২৬ সেশনে মুহাম্মদ রমজান আলীকে সভাপতি, মুহাম্মদ গিয়াস উদ্দিন হামীমকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক ও মুহাম্মদ সাইফুল ইসলামকে অর্থ সম্পাদক করে মোট ৫১ জন এবং প্রবাসী পরিষদের মো: কামাল উদ্দিনকে সভাপতি, কাজী শাহাদাত হোসাইনকে সাধারণ সম্পাদক, মো: আবদুল খলিলকে সাংগঠনিক ও মো: আরাফাত হোসাইনকে অর্থ সম্পাদক করে ৪১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
leave your comments