সম্প্রতি লঞ্চ হয়েছে Google Pixel সিরিজের ফ্ল্যাগশিপ Pixel 9 Pro XL মডেলটি। আপাতত এই মডেলটি লঞ্চ করা হলেও Pixel 9 Pro, Pixel 9 Pro এই দুটি মডেলও খুব দ্রুত হাতে পাবেন মোবাইলপ্রেমীরা। <span;>দিন যতই সামনের দিকে এগোচ্ছে নতুন প্রযুক্তি প্রতিনিয়ত বিশ্বকে তাক লাগিয়ে যাচ্ছে আর বাজারে আসছে দুরদান্ত সব ফিচারসহ নামি দামি স্মার্ট ফোনগুলো। Pixel 9 ফোনের শক্তি হল নতুন Google Tensor G4 চিপ, যা গুগলের সবচেয়ে দক্ষ চিপ। শুধু তাই নয় তিনটি স্মার্টফোনেই আছে AI ফিচার। গুগল তার আগের মডেলের তুলনায় নতুন পিক্সেল 9 সিরিজে অনেক পরিবর্তন করেছে।
Tensor G4 চিপটি Google DeepMind-এর সাথে মিলিতভাবে ডিজাইন করা হয়েছে এবং এটি গুগলের সবচেয়ে উন্নত AI মডেলগুলোর জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এটি প্রথম প্রসেসর যা Gemini Nano-এর মাল্টিমোডালিটি চালাতে সক্ষম হবে—যা ফোনকে টেক্সট, ইমেজ এবং অডিও বুঝতে সাহায্য করে। Google I/O-তে গুগল Gemini-এর সাথে আরও স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করার নতুন উপায় ঘোষণা করেছে: Gemini Live। এটি Gemini Advanced সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ হবে, যার মধ্যে Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold মালিকরা এক বছরের জন্য Gemini Advanced সাবস্ক্রিপশন পাবেন।
এইছাড়া, Pixel 9 ফোনগুলোতে প্রথমবারের মতো স্যাটেলাইট SOS ফিচার যুক্ত করা হয়েছে, যা স্যাটেলাইটের মাধ্যমে জরুরি সহায়তা পেতে সাহায্য করবে। আপনি যদি নেটওয়ার্কের বাইরে থাকেন তবুও এই ফিচারটি ব্যবহার করে জরুরি সহায়তা পেতে পারেন। যুক্তরাষ্ট্রে Pixel 9 ব্যবহারকারীরা প্রথমে এই ফিচারটি পাবেন, যা প্রথম দুই বছরের জন্য কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবহার করা যাবে।
ফিচারে ঠাসা গুগল পিক্সেল ৯ সিরিজে অ্য়ান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। তবে আরও একটি চমকপ্রদ ফিচার হল, এই সিরিজের সব মডেলেই 7 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। যার মানে অ্যান্ড্রয়েড 21 ভার্সন পর্যন্ত আপডেট পাবেন ব্যবহারকারীরা। পিক্সেল 9 মডেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার পাশাপাশি মিলবে ওলেড ডিসপ্ল । গুগলের তৈরি টেনসর জি4 প্রসেসর দেওয়া হয়েছে। যা এআই মেশিন লার্নিংয়ের উপর ভিত্তি করে তৈরি। রয়েছে 12 জিবি ব়্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট । পিছনে একটি 48মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি 4,700 এমএএইচ। অন্যদিকে গুগল পিক্সেল 9 প্রো সিরিজে পাবেন 6.3 ইঞ্চি ডিসপ্লে। এতে আবার 16 জিবি ব়্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সামনে 42 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে। প্রো এবং নন-প্রো দুই মডেলে একই ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছে গুগল।
leave your comments