মোহাম্মদ জসিম, রাঙ্গুনিয়া চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী যুবসেনা মরিয়ম নগর ইউনিয়ন শাখার যুব প্রতিনিধি সম্মেলন-২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকাল ৩টায় মরিয়ম নগর সওদাগর পাড়া ফোরকানিয়া মাদ্রাসার হল রুমে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ জামাল।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান জামী। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি করিম উদ্দিন হাসান ও সহ-সভাপতি মুহাম্মদ আকতার হোসাইন।
এতে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি ছিলেন, নুরুল ইসলাম আহম্মেদ, আবু তালেব সওদাগর, রবিউল মোস্তফা রাফি, রিয়াজুল ইসলাম রাকিব প্রমুখ।
এতে অতিথিরা বলেন, সুন্নীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করে যেতে হবে। সম্মেলন শেষে পাঁচ সদস্যের গঠিত নির্বাচন পরিচালনা কমিটি তত্ত্বাবধানে বাংলাদেশ ইসলামী যুবসেনা মরিয়ম নগর ইউনিয়ন শাখার আগামী ২০২৪-২৬ইং সেশনের জন্য ৩১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের নির্বাচন কমিশনার বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (ম-দ)’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
leave your comments