প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):নাসিরনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাসের পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ জামিল ফোরকান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাডা: অভিজিৎ রায়,বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক দাস ও ইউপি চেয়ারম্যান মো: জিতু মিয়া।এ সময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
leave your comments