স্বার্থপর
– ডা. তানিয়া রহমান তনি
ধরার বুকে ভালোবাসো
সবচেয়ে বেশি যারে,
হৃদয় ভাঙার কঠিন আঘাত
দিবে সে তোমারে।
যাদের জন্য নিজের সুখ
জলাঞ্জলি দিলে,
তারাই তোমার স্বাধীনতা
ধ্বংসে তিলে-তিলে।
আপন সত্ত্বা হারিয়ে ফেলে
তুমি বড়ই একা,
না পেরেছ মরতে তুমি,
না হলো বাঁচতে শেখা!
নিজের জন্য বাঁচো এবার
সবার কথা ভুলে,
দিগ্বিজয়ী স্বার্থপর
পাল তোলো মাস্তুলে।
নতুন করে যাক এগিয়ে-
তোমার জীবন তরী,
আশার আলো ঐ দেখা যায়-
ঘুচিয়ে বিভাবরী।
leave your comments