রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেছেন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদ। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর পাথরঘাটস্থ সংসদ সদস্যের বাসায় উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এ সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
এসময় সংসদ সদস্য ফজলে করিম সর্বোচ্চ সহযোগীতা পরামর্শ দিয়ে শতবর্ষপূর্তি উৎসব সফল করতে পাশে থাকবেন এবং তিনি নিজে উৎসবে যোগ দিবেন বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, একটা বিদ্যালয়ের শতবর্ষ অনেক গুরুত্বপূর্ণ কারণ এ থেকে ওই এলাকার মানুষের শিক্ষা সচেতনা এবং ভুমিকার স্বীকৃতি বেরিয়ে আসে৷ তাই এই উৎসব আয়োজনে থাকতে হবে অনেক কর্ম পরিকল্পনা।
এসময় উপস্থিত ছিলেন শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক এস এম জাহাঙ্গীর আলম,মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমান, সাবেক সভাপতি এস এম ইউসুফ মিয়া, সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, শতবর্ষ উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, যুগ্ম আহবায়ক এস এম ইদ্রিস মিয়া, সদস্য সচিব সাহেদ মজুমদার, যুগ্ম সচিব ওমর ফারুক, অর্থ সচিব এস এম কায়সার হামিদ, যুগ্ম অর্থ সচিব কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, এস এম দিদারুল আলম প্রমুখ।
leave your comments