নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের পীর আলহাজ্ব শাহসুফী সৈয়দ কাজী আব্দুস শাকুর রায়হান আজিজী নক্সবন্দী মোজাদ্দেদী (মা. জি. আ) পবিত্র ওমরা হজ্ব ও জেয়ারতে মোস্তফা (দঃ) ‘ র নিয়্যতে মক্কা শরীফে আসলে আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন মক্কা শরীফ শাখার নেতৃত্বে আলহাজ্ব শাহসুফী সৈয়দ কাজী আব্দুস শাকুর রায়হান আজিজী নক্সবন্দী মোজাদ্দেদী (মা. জি. আ) কে ও শাহজাদা সৈয়দ তাহসিন নক্সবন্দি (মা. জি. আ) কে ফুলেল সংবর্ধনা জানান। গত ১২ ফেব্রুয়ারি রাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন মক্কা শরীফ শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি, উপদেষ্টা আলহাজ্ব মাওলানা সোলাইমান কাদেরী, মো. খলিলুর রহমান, মো. জোবাইর হোসেন চৌধুরী মানিক, মো. হিরো সহ মক্কা শরীফে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
leave your comments