আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
শুক্রবার (১ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের মানুষের মাঝে প্রয়াত আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি’র সন্তান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউসিবিএলের চেয়ারম্যান (ইসি) আনিসুজ্জামান
চৌধুরী রণি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে এসব রেইনকোর্ট বিতরণ করা হয়।
এসময় আওয়ালীগ নেতা মুজিবুর রহমান চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সিইউএফএল সিবিএ নেতা ইমরান খান,ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আবচার,ছাত্রনেতা মানিক,ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন,বৃষ্টি-বাদল দিনে অটোরিকশা রিকশাচালকরা যাতে নির্বিঘ্নে জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যেতে পারে সে লক্ষে আমি বিনামূল্যে রেইনকোর্ট বিতরণ করছি।
leave your comments