আজ ২৬ আগস্ট, শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
স্বাচিপ চট্টগ্রাম জেলা সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ চট্টগ্রাম কেন্দ্রীয় সহ-সভাপতি ও মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. রিদোয়ান রায়হান, ডা. সৈকত রায়; চট্টগ্রাম বিএমএর ট্রেজারার ডা. আরিফুল আমিন; র্যাডিকেল ইন্টার্ন্যাশনাল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক চমেক ল্যাব কনসালটেন্ট এস এম ইকরাম হোসাইন, প্রাইমারি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহবুব আলমসহ চট্টগ্রাম স্বাচিপ ও বিএমএর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে পঁচাত্তরে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকান্ডে বঙ্গবন্ধুর পরিবারের শহীদগণের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিতিদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।
leave your comments