আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধায়,শোক ও ভালোবাসায় চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড (কাফকো)তে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। শোকদিবস উপলক্ষে মঙ্গলবার রাতে কাফকো অডিটরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাফকো সিবিএ’র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি চীফ অপারেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক। সিবিএ’র সাংগঠনিক সম্পাদক মো মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি জেনারেল ম্যানাজার এডমিনিস্ট্রেশন এস এম আলমগীর রহমান, কাফকো সিবিএ র সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম।বক্তব্য রাখেন সিবিএ নেতা মো: মোবারক মিয়া, রাশেদ রিভেল, আবু সৈয়দ, আবু তাহের, মজিবুর রহমান, সাইফুল ইসলাম, খাইরুল ইসলাম, এস এম আলমগীর রহমান।
সভায় বক্তারা বলেন, এদেশ বঙ্গবন্ধু স্বাধীন করেই এদেশের মাটিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এর চেয়ে দূর্ভাগ্য আর কিছু নেই। ১৫ আগষ্টের কালো রাতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা বিজয় উল্লাস করেছেন। তারা জানতনা বাঙ্গালী জাতি তাদের কখনো ক্ষমা করবেনা। এই বাংলার মাটিতেই তাদের বিচার করে ইতিহাসকে কলঙ্ক মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
leave your comments