আনোয়ারা প্রতিনিধি:
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা এম.নুরুল হুদা চৌধুরী।
সোমবার (১৪আগষ্ট) এম.নুরুল হুদা চৌধুরীর জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যা থেকেই নগরীর চেরাগী পাহাড় মোড় কদমমোবারক সাফরান রেষ্টুরেন্টে ৩য় তলায় তার জন্মদিন পালিত হয়। এসময় বিভিন্ন শ্রেণির মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি।এম,নুরুল হুদা চৌধুরী ছিলেন এককালের রাজপথ কাঁপানো সাহসী সাবেক ছাত্রলীগ নেতা।
এসময় এম.এ নুরুল হুদা চৌধুরী সবার উদ্দেশে বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সম্পদ। অসংখ্য মানুষের ভালোবাসাই আমাকে সমৃদ্ধ করে। আমি আজীবন এভাবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’
জন্মদিন উপলক্ষে সেখানে চট্টগ্রামস্থ পরৈকোড়া ইউনিয়ন সমিতি, যুবলীগ,বন্ধুবান্ধব, এলাকাবাসী, ছোট-বড় সব বয়সীরা তাকে ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত করেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও জনসাধারণ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সে সঙ্গে তারা এম.নুরুল হুদা চৌধরীর সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন।
এসময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী , মাহাতা পাঠনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম,রাজনীতিবিদ বেদারুল আলম চৌধুরী বেদার,সাংবাদিক সুজিত কুমার দাশ,সাংবাদিক আনোয়ারুল হক,রাজনীতিবিদ এম এ সালাম,আলহাজ্ব খোরশেদুল্লাহ রাজায়ী,মো: হাবিবুল্লাহ্,নূরে আলম সিদ্দিকী, ডা: এ কে এম ফজলুল হক সিদ্দিকী, ব্যবসায়ী জামাল উদ্দিন আনচারী,ব্যবসায়ী জামাল উদ্দিন,আবদুল মালেক খান,জাফর ইকবাল তালুকদার, মো: কায়ুইম,এড.সাহাব উদ্দিন,এড.মোহাম্মদ আলম উদ্দিন,মহিউদ্দিন কায়সার,লিটন চৌধুরী,ডা:অসীম দাশ,হেলাল উদ্দিন,রিংকেল গুহ,দীপ্তি দাশ
বিমান দাশ,কবি আসিফ ইকবাল,ইতিহাসবিদ সোহেল মো: ফখরুদ্দিন,কবি আশীষ সেন সহ সমাজের গুণীজন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, কবি, শিল্পী, ইতিহাসবিদ, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
leave your comments