আনোয়ারা প্রতিনিধি:ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে কেউ ভাল কাজ করলে তাতে আমার আপত্তি নাই, কিন্তু কেউ অন্যায় করলে তার দায়ভার আমি নেব না। আওয়ামীলীগ সরকার ক্ষমাতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে।শেখ হাছিনা নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডে ওষখাইন পূর্বপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে এসব কথা বলেন। জুমার নামাজ আদায়ের পূর্বে তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, আমি লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে অনেকে মৃত্যুর ভয়ে ভাল মানুষ সেজে গিয়েছিল কিন্তু করোনা চলে যাওয়ার পর তারা আবার তাদের পুরনো অপকর্মে ফিরে এসেছে।
তিনি আরও বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়ন ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারায়ও ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। বঙ্গবন্ধু টানেল এখন আর স্বপ্ন নয় বাস্তবে রূপ নিচ্ছে। এটি শুধু আনোয়ারা নয় দক্ষিণ চট্টগ্রাম তথা সারাদেশের সম্পদ।এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউেনও) মো. ইসতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক সেলিম মামুন,ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু প্রমুখ।জুমার নামাজ শেষে আঠারো শতকের কবি আল্লামা হযরত শাহ্ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ্(রহঃ)মাজার জেয়ারত করেন।পরে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদ্রাসার কোমলমতি শিশুদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
leave your comments