আনোয়ারা প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তার উপর গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে জহির নামের এক করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জুন) বিকেল ৫টায় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।
তিনি বলেন, মালঘর বাজারে করাতকলের গাছ রাস্তায় ফেলে রাখার ফলে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকল বিধিমালা অনুযায়ী আইন লঙ্ঘণ এবং গণ উপদ্রব সৃষ্টি করার জন্য দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
leave your comments