নিজস্ব প্রতিবেদক: এইচটি বাংলা পরিবারের উদ্যোগে দুই টাকায় স্কুল এ ফল উৎসব ১লা জুন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব এবং দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী , এইচটি বাংলা টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন , বিশেষ প্রতিনিধি রেজাউল করিম , সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় এইচটি বাংলা টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন সমাজে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে বঞ্চিত শিশুরা অশিক্ষিত থাকবে না। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষিত করার এই সুন্দর প্রচেষ্টার জন্য ২ টাকায় স্কুল কে ধন্যবাদ জানান।
এশিয়ান বঞ্চিত শিশু ও নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব এবং দুই টাকা স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন,প্রতি বছরের ন্যায় আমাদের স্কুলে এই বছর ও ফল উৎসব হয়ছে ।
আর এই বছর এইচটি বাংলা টিভি আমাদের সাথে থাকায় এইচটি বাংলা পরিবারকে ধন্যবাদ জানাই । আশা করি আগামীতে ও আমাদের ২ টাকা স্কুল এর সাথে থাকবে।
পরিশেষে এইচটি বাংলা টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এবং দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী স্কুলের ছাত্রছাত্রীদেরকে ফল খাইয়ে দেন ।
leave your comments