বিশেষ প্রতিনিধিঃ নতুন জার্সি মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এবি একাডেমীর সাথে যুক্ত হয়েছেন এইচটি বাংলা টিভি। ২৭ মে (শনিবার) সকালে পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি মাঠে এইচটি বাংলা টিভি’র পক্ষ থেকে এবি একাডেমিকে নতুন জার্সি প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সম্মানিত কোচ আবু বক্কর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, এইচটি বাংলা টিভি’র সম্পাদক মো. ইসমাইল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক জামিল আনোয়ার, বিশেষ প্রতিনিধি মো. জহির উদ্দিন বাবর ,স্টাফ রিপোর্টার এমদাদুল হক প্রমুখ।
এই সময় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন- ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা এই খেলাকে চট্টগ্রামে আরো উন্নত করতে এবি একাডেমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিশোরদের মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
এইচটি বাংলা টিভি’র সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন শরিল ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার পাশাপাশি মাদকের আগ্ৰাসণ থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
এ বি একাডেমিকে জার্সি প্রদানে এইচটি বাংলা টিভি’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন কোচ আবু বক্কর।
leave your comments