চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের ( 2023-2024) সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বুধবার (১০ মে) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঈনুদ্দীন হাসান ফাহিমকে সভাপতি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিনা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় সদ্য বিদায়ী সভাপতি শরিফুল আলম মিনহাজ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আরাফাত উপস্থিত ছিলেন। নব নিযুক্ত সভাপতি মঈনুদ্দীন হাসান ফাহিম বলেন, আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। একইসাথে, অ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে যোগ্য মনে করে এতো বড় দায়িত্ব দেয়ার জন্য। অ্যাসোসিয়েনের বর্তমান শিক্ষার্থীদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আশাকরি আগামী দিনগুলো আমরা একসাথে কাজ করে অ্যাসোসিয়েশনকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবো। আমি সবার একান্ত সহযোগিতা ও দোয়া কামনা করছি।
নব নিযুক্ত সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের একত্র করে সংগঠন কে গতিশীল রাখা। তাদের যেকোনো সমস্যায় অতীতের মতো সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ ।
leave your comments