আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ এপ্রিল) বিকালে বৈরাগ খানবাড়ি ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এএইচএম ওসমান গনি রাসেল।
সংগঠনের সভাপতি আরিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিম ইসলাম রাফির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এস এম শফিউল আলম খান,স্থানীয় ইউপি সদস্য মোঃ সাদ্দাম হোসেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ও আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন প্রকৌশলী ছলিম আল আনোয়ার, কাস্টমস কর্মকর্তা মনজুর আলম খান,দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির আহমদ খান, নিজাম খান ও সন্তোষ মজুমদার প্রমুখ।অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
leave your comments