আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি:দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সাড়া জাগানো সংগঠন সারা আনোয়ারার মাসব্যাপী পবিত্র মাহে রমজান উপলক্ষে মসজিদে খতমে কুরআন, রোজাদার মুসল্লীদের সাথে ইফতার এবং ধর্মীয় উপকরণ বিতরণ করা হয়েছে।১৪ই এপ্রিল (শুক্রবার) উত্তর বরুমছড়া নূরীয়া শাহী জামে মসজিদ ময়দানে নানান আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আমজাদী,সারা আনোয়ারা সংগঠনের সহসভাপতি ছলিম আল আনোয়ার,সহ সম্পাদক শহীদ চৌধুরী , অর্থ সম্পাদক মুহাম্মদ মুহিদ, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সারা আনোয়ারা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারা আনোয়ারা সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক চৌধুরী বলেন,আমরা ধারাবাহিকভাবে রমজানের মাসজুড়ে ইফতার মাহফিল ও মসজিদে ধর্মীয় উপকরণ বিতরণ করে আসছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে।
leave your comments