রাঙ্গুনিয়া প্রতিনিধি- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালু উত্তলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কায় কর্ণফুলীতে ডুবে সাম্পানের মাঝি ২৪ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫)।
জানা গেছে, শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে ৮ নম্বর ওয়ার্ড গার্ডবাড়ী কর্ণফুলীতে বালু উত্তলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কা লাগে। এসময় সাম্পানে থাকা এসকান্দর প্রকাশ বাচা মিয়াসহ আরও একজন নদীতে পড়ে যায়। ড্রেজার নৌকায় থাকা কর্মীরা একজনকে উদ্ধার করলেও বাচা মিয়াকে উদ্ধার করতে পারেনি।
মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫) উপজেলার বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আমিরপাড়া সামিল এলাকার মৃত মো. ইসমাঈলের সন্তান। সে আগে নদীতে সাম্পান চালিয়ে মানুষ পারাপার করে দিনযাপন করতো। পরে কর্ণফুলীতে ড্রেজিং কার্যক্রম চালু হলে সে ওই ড্রেজিংয়ের কর্মচারীদের খাবার-দাবার আনা নেওয়ার কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।
বাচা মিয়ার চাচাতো ভাই মোহাম্মদ হারুন বলেন, ঘটনাটি ঘটে বিকাল ৩ টায়, কিন্তু আমরা খবর পাই সন্ধায়। ড্রেজার নৌকার সাথে ধাক্কা লেগে নদীতে ডুবে গিয়েছে বলে শুনেছি। আর কিছু জানিনা।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি’র ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিচিভ করেননি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী খোঁজাখুঁজি শুরু করলেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান আছে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, বালু উত্তলনকারী ড্রেজারের সাথে সাম্পানের ধাক্কা লাগলে কর্ণফুলীতে ডুবে মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া নামের ওই সাম্পানের মাঝি নিখোঁজ হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারের জন্য কাজ করছে। এদিকে, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস চট্টগ্রাম আগ্রাবাদ স্টেশনের একটি ডুবুরী দল নদীর একাধিক স্থানে খুঁজেও তার কোন সন্ধান পায়নি।
leave your comments