কর্ণফুলী প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগ। সোমবার বিকালে উপজেলার কর্ণফুলী উপজেলার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম হক এবং দেবরাজ রতনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, যুুগ্ম সম্পাদক শফিউল আজম শেপু, আওয়ামী লীগ নেতা হোসেন তালুকদার, মোহাম্মদ শাহাজান, বাহার উদ্দিন বাহার, কর্ণফুলী যুবলীগের যুুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রিটন, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিছ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রহিম, শাহরিয়ার মাসুদ, সহ সম্পাদক মনির আহমদ, নির্বাহী কমিটির সদস্য সাইফুউদ্দিন বিপ্লব, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত মোবারক, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী ইফতার পার্টির বদলে গরীব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেত্বত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
অনুষ্ঠানে যুবলীগ নেতা সেকান্দার মির্জা, মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন নাহিদ, বাদশা মিয়া বাদল, আজগর পাপন, ইমরান পাটোয়ারী, রুবেল খান, মোহাম্মদ সুমন, মাহমুদুন্নবী হেলাল, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি আকতার, আজগর আল টিপু, মোহাম্মদ ইমন, ইমরারুল কবির, আরিফুরজ্জামান আরিফ, ওয়াহিদুনন্নবী মানিক, কর্ণফুলীর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ সাজিদ, যুুগ্ম আহবায়ক সাইফুদ্দিন, মুহাম্মদ মহসিন, চরপাথরঘাটা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন সাদ্দাম, চরলক্ষ্যা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম জাকারিয়া, ইছাক ইমন, মোহাম্মদ করিম, মোহাম্মদ তুহিন, মহিন, মোহাম্মদ শহীদুল ইসলাম রনিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
leave your comments