আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রায় অর্ধশত দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় কাঁচা খাদ্যদ্রব্য বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ০৫ এপ্রিল, বুধবার সংস্থার পাঁচলাইশস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি ডা: শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এম ইকরাম হোসাইনের পরিচালনায় এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ০৭ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম নাসের চৌধুরী, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রাইমারি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদুল করিম বাপ্পি সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম আজম মানিক, দপ্তর সম্পাদক শফিউল আকবর, প্রচার সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাফকাত আজম মিরাজসহ প্রমুখ নেতৃবৃন্দ।
leave your comments