রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর এনজিও কর্মী চম্পা চাকমা (২৯) হত্যা মামলার প্রধান আসামি এনামুল হককে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৭। গোপন অভিযানের ভিত্তিতে সোমবার (৩ এপ্রিল) সিলেটের জৈন্তাপুর থানার আসামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম পতেঙ্গা র্যাব-৭ এর অধিনায়ক লে: কর্নেল মো. মাহাবুব আলম পিপিএম প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন। এনাম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।
চম্পা চাকমা হোছনাবাদ একটি এনজিও শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) হিসেবে কর্মরত ছিলেন। ঋনের টাকা পরিশোধ না করায় তার সাথে এনামের কথা কাটাকাটি হয়। এরই রেশ ধরে ধামাইরহাট বাজারে পদক্ষেপ অফিসের নিচে গত ৫ মার্চ প্রকাশ্যে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে হত্যা করে সে। পরেরদিন চম্পা চাকমার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলাটি করেন।
লে: কর্নেল মো. মাহাবুব আলম পিপিএম প্রেস ব্রিফিং এ বলেন, আসামী এনাম তার বোনের নামে ঋণ নিয়েছিল। কিন্তু তিনি সঠিক সময়ে ঋনের টাকা পরিশোধ করতেন না। চম্পা চাকমা তাকে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতেন এবং এক পর্যায়ে তার বোনের বাসায় যাবেন বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এনাম। ঘটনার পর এনাম পর্যায়ক্রমে রাঙ্গামাটি, চট্টগ্রাম, ঢাকা এবং সর্বশেষ সিলেটে আত্নগোপনে থাকেন। সেখানে তিনি একটা হোটেলে কাজ নেন। গ্রেপ্তার পরবর্তী কার্যক্রমের জন্য তাকে থানায় পাঠানো হয়েছে।
leave your comments