মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম বলেছেন, রোজা ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মাদক সংক্রান্ত অপরাধ, গরু চুরি, সম্পত্তি সংক্রান্ত ও বিভিন্ন ধরনের অপরাধ রোধ কল্পে পুলিশকে সহায়তা করার আহবান জানান। গুজব, বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার পাশপাশি এ সকল অপরাধ প্রতিরোধে যে যার অবস্থান থেকে কাজ করার অনুরোধ জানান। কোন স্বার্থন্বেষী মহল যেন কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এবং বিভিন্ন ধর্মালম্বীদের সুরক্ষার বিষয়ের সবাইকে সজাগ থাকার উপর গুরুত্বারোপ করেন তিনি। রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনার আহবান জানান। ৩১ মার্চ দুপুরে ‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলার দোহাজারী সদরে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ’র সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, ট্রাফিক ইনসার্জ কবির উদ্দিন সরকার, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেন, এএসআই নুর নবী, এএসআই আলাউদ্দিন, আ’লীগ নেতা যথাক্রমে বাবর আলী ইনু, আবদুল শুক্কুর, নবাব আলী, দোহাজারী হাজারী শপিং’র সভাপতি লোকমান হাকিম, ব্যবসায়ী মুহিম বাদশা, যুবলীগ নেতা ওসমান আলী ভুট্টো, কবি জাহাঙ্গীর, মেম্বার যথাক্রমে জামাল উদ্দিন, শাহ আলম, ব্যবসাসীয় নেতা যথাক্রমে, ওসমান গণী, মো. মামুনুল ইসলাম, মো. পেঠান সও. মো. আলমগীর, বন্ধন বড়ুয়া, নুর মোহাম্মদ, বাদশা, জাফর আলী, দেলোয়ার, মোবারক হোসেন, মো. জসিম, মো. ইদ্রিসসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে ৩০ মার্চ বিকালে বৈলতলী ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান এস.এম সায়েমের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে আলোচনা অংশ গ্রহণ করেন ইউপি সদস্য মাঈনুদ্দীন মানু, নুর নাহার বেগম, ব্যবসায়ী আবদুস ছবুর, মো. শাহেদ, রিদুয়ান বিন সায়েদ প্রমুখ।
leave your comments