আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন।
শুক্রবার (৩১শে মার্চ )বিকালে আনোয়ারা এপিএল হোসেন নিউ মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, চিড়া, মুড়ি, তেল, চিনি, আলু, পেঁয়াজ, সেমাই ও খেজুর।
বর্তমান দামের ঊর্ধ্বগতির কারণে এই দুঃসময়ে মানুষের জীবন-জীবিকা চলা কঠিন হয়ে পড়েছে। মধ্যবিত্তের অবস্থাও নাজুক। গরীব অসহায়, খেটে খাওয়া মানুষরা দুবেলা খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন’র সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুল ইসলাম চৌধুরী রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফতাব উদ্দিন চৌধুরী সোহেল এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক মুহাম্মদ হাবিবুল্লাহ ।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাকিব, এম শাহাদুজ্জামান ও আরেফিন আশফি। অর্থ সম্পাদক মুহাম্মদ রাকিব ও নায়েব, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আরফাত ও জব্বার খাঁন।দপ্তর সম্পাদক মুহাম্মদ রেজা।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ জিসান।মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এস এম আখিঁ ও সদস্যদের এর উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই মহতি মানবিক কাজে যারা সহযোগিতা করেছিল দেশে এবং প্রবাসে থেকে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
leave your comments