আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আল্লামা নুরুল আলম শাহ্ রজায়ী (রহঃ)বার্ষিক ওরছ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১শে মার্চ শুক্রবার রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে রজায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী(মাঃজঃআঃ)সভাপতিত্বে দিনব্যাপাী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।এসময় রজায়ী দরবার শরীফের আশেক ভক্ত,মুরিদাগণ উপস্থিত ছিলেন।
leave your comments