প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যের শতবর্ষী বিদ্যাপীঠ ‘ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে’ নানা কর্মসূচী পালিত হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ। পরে বিদ্যালয়ের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ সাইফ উদ্দীন আহম্মেদ শিবলী, পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর শাহ্, জানে আলম ভূঁইয়া সায়েম, কাজী ইয়ার খান, মুক্তা রানী রায়, প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ের মাঠে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ সময় এক আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ২য় পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথের সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠ এবং পরে মুক্তিযুদ্ধ ও ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ সাইফ উদ্দীন আহম্মেদ শিবলী। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর শাহ্, জানে আলম ভূঁইয়া সায়েম, কাজী ইয়ার খান, মুক্তা রানী রায় প্রমুখ বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, দলীয় গান, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, লোকগীতি পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
leave your comments