বিশেষ প্রতিনিধিঃ
মহীয়সী আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগম (রহঃ) স্মৃতি ফাউন্ডেশন ব্যবস্থাপনায় ২১ মার্চ, ২০২৩ ইংরেজি মঙ্গলবার মসজিদ-এ রহমানিয়া গাউসিয়া সংলগ্ন ময়দান শীতল ঝর্ণা আ/এ, বায়েজীদ, চট্টগ্রামে সুলতানুল আরেফিন, বুরহানুল আশেকিন হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি’র ওরস শরীফ, মুফতি-এ আহলে সুন্নাত, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সহধর্মিনী যুগের রাবেয়া বসরী, মরহুমা আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগম (রহঃ) এর ১ম ওফাত বার্ষিকী, মরহুমা আলহাজ্বা সৈয়্যদা সকিনা খাতুন (রহঃ) এবং মরহুম মুরব্বীদের ইসালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান তাফসিরুল কুরআন মাহফিল ও বার্ষিক ফাতেহা শরীফ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি এ আহলে সুন্নাত, হযরতুলহার আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মুঃ জিঃ আঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিকাল ৩ ঘটিকা হতে পবিত্র খতমে কুরআন মাজীদ, পবিত্র খতমে মজমুওয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.), খতমে গাউসিয়া শরীফ, হামদ-নাত, বয়ান-তকরির, মিলাদ-কিয়াম, দোয়া-মুনাজাত ও তাবরুক বিতরণ, অসহায় পরিবারকে রিক্সা বিতরণ, অসহায় ৫০ জন পরিবার কে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষ চারা বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে উদ্বোধক ছিলেন- পীরে তরিকত, হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ), প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, মেহমান হিসেবে উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব তাসকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন সোহেল, আপ্যায়ন সম্পাদক মাওলানা রেজাউল হোসাইন জসিম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান সর্দার ও খন্দকার এরশাদুল আলম হিরা।
আযহারী সাইবার টীম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী উপস্থাপনায় মাহফিলে বাদ মাগরিব হতে তাফসির পেশ করেন হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আজিজুর রহমান আল কাদেরী, হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারী, হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ নুর মোহাম্মদ আল কাদেরী, হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মোকাররম বারী, হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবদুল আজিজ রজভী, হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সোলাইমান আলী রেজভী, মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী ও মাওকা মুহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।
মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী তাঁর সমাপনী বক্তব্যে বলেন- মা-বাবার সেবা করা প্রত্যেকের জন্য ফরজ। তাদের উভয়ের সেবাতেই জান্নাত প্রাপ্তি। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন – মা-বাবার কদমের নিচে সন্তানের বেহেশত। মা-বাবার সেবায় সুলতানুল আরেফিন, বুরহানুল আশেকিন হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের কে তাঁর আদর্শ ধারণ করে মা-বাবার খেদমত করার তাউফিক দান করুন।
মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন এবং পরিশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফি (মু.জি.আ)।
leave your comments