মোহাম্মদ জসিম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং তিনচৌদিয়া ও ডিঙ্গললোঙ্গা শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহাব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি সদস্য এবং ইডেন নূর ইংলিশ স্কুল এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ খালেদ মাহমুদ।
আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৭নং বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, সাবেক সভাপতি ও বিদ্যালয় দাতা সদস্য আলহাজ্ব আজম খাঁন চৌধুরী, আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি মো. সফিউল আলম, তিনচৌদিয়া ও ডিঙ্গললোঙ্গা শিশু নিকেতনের সভাপতি মো. নুরুল আলম, বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আবছার তালুকদার, সম্পাদক এম এ হান্নান চৌধুরীসহ প্রমুখ। এসময় ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
leave your comments