মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বছরের প্রথমদিন শিক্ষাথীদের হাতে বই দিয়ে ঝড়ে পড়া রোধ করেছেন। জাতিকে শিক্ষিত করতে বিনামূল্যে বইয়ের পাশাপাশি উপবৃত্তি চালু রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন চারতলা বিশিষ্ট ভবন নিমার্ণ করে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার লক্ষে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া চালু করতে শিক্ষিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরী করবে শিক্ষার মাধ্যমে। উপজেলার বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মাঠে ১৯ মার্চ সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী জসিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, আ,লীগ নেতা যথাক্রমে সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, গাজী সালাহ উদ্দীন, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক টিপু সুলতানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদুল হোসেন।
leave your comments