নিজস্ব প্রতিনিধি:সুফিবাদি জনতার অধিকার আদায়, স্বাধীন-শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, দ্রব্যমূল্য হ্রাস, দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, বিদেশে পাচারকৃত লাখ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত স্বদেশ গড়াসহ ১০ দফা দাবি বাস্তবায়নে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, স্বাধীনতার বায়ান্ন বছরেও কীভাবে জাতীয় নির্বাচন হবে এই প্রশ্নে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়া দুর্ভাগ্যজনক।জনগণ আজ সর্বগ্রাসী সংকটে-দুর্দশায় দিনাতিপাত করছে। সংবিধান সংশোধন করে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের স্থায়ী সুরাহা করতে হবে।
ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ। স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার। এতে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়, প্রেসিডিয়াম, জেলা ও মহানগর নেতাদের মধ্যে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দীন আশরাফী, মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, আশরাফুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ ইছমাঈল নোমানী, আইনজীবী আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদেরীসহ সমাবেশে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়, প্রেসিডিয়াম, জেলা ও মহানগরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেন,দেশবাসী আজ ভালো নেই। দেশে এখন মাত্র দুটি শ্রেণি– উচ্চবিত্ত ও নিম্নবিত্ত। মধ্যবিত্ত শ্রেণি উধাও। জীবনযুদ্ধে হেরে যাচ্ছে গরিব মানুষ। অথচ জনগণের দুঃখ-দুর্দশা-বঞ্চনার অবসানে কোনো দলই আন্তরিক নয়। জাতীয় নির্বাচন এলে মানুষ ভয় পায়। সংঘাত-হাঙ্গামা বেড়ে যায়। আমরা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার যেমন চাই না, তেমনি আজিজ-হুদা মার্কা দলীয় আজ্ঞাবহ মেরুদণ্ডহীন অকার্যকর নির্বাচন কমিশনও চাই না।
leave your comments