আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে সফলতার সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছেলে মো.আরফাত আলী (২৪)।
সম্প্রতি বিখ্যাত ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে উচ্চতর এ ডিগ্রি লাভ করেন তিনি। আরফাতের স্বপ্ন ছিলো গুগলের সফটওয়্যার ইন্জিনিয়ার হওয়া।সে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের বাসিন্দা মো.আলী বড় ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরফাত বলেন, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, আমার এ অর্জন আমি আমার মায়ের প্রতি উৎসর্গ করলাম।যিনি সর্বদা আমার প্রথম প্রশিক্ষক ছিলেন। আমার মায়ের দোয়ায় আজ আমি সফল হয়েছি। আমাকে ইঞ্জিনিয়ার হওয়া দেখতে আমার বাবার উচ্চাকাঙ্ক্ষা ছিল। আব্বু আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু আপনি কখনই বুঝতে পারবেন না যে আপনি আমার সবচেয়ে বড় পুরস্কার।
তিনি আরো বলেন,আমার সকল শিক্ষকদেরকে যারা এই জার্নিতে আমাকে সাহায্য করেছেন।আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই।অনেক দূর এগিয়ে যেতে হবে।
এদিকে কৃতিত্বের খবরে নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন আরফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
leave your comments