আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শান্তি সমাবেশ করেছে চাতরী ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে এগারোটায় উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ চৌধুরী। আওয়ামীলীগ নেতা শওকত ওসমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, শফিউল হক শফি, শামসুল আলম, আবুল কালাম আবু, আবুল মনসুর, রাশেদ নেওয়াজ ছোট্ট, মোহাম্মদ আলমগীর, আবুল ফয়েজ, মোজাম্মেল, জিয়াউল হক, ধনঞ্জয় নাথ ভোলা, নন্দন ঘোষ, প্রনতোষ দত্ত, জনি বড়–য়া, বিকাশ দত্ত, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, জাহেদুল ইসলাম জিসানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি-জামাত আন্দোলনের নামে ষড়যন্ত্রমূলক অপরাজনীতি ও সস্ত্রাস নৈরাজ্যে সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে রাজপথে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থেকে বিএনপি-জামাতকে দাঁত ভাঙা জবাব দিবো।
leave your comments