মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ মার্চ বিকালে চন্দনাইশ উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠনও সহযোগি সংগঠনের উদ্যোগে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, সৈকত হোসেন ফিরোজ, শেখ হেলাল, কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মো. শাহেদ, ইউপি সদস্য ফজলুল হক আইয়ুব, হেলাল উদ্দীন, যুবলীগ নেতা আমির মো. সাইফুদ্দীন, মো. আমজাদ চৌধুরী, মাহমুদুর রহমান নয়ন, কাজী শিমুল, মো. রাশেদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পদক্ষিণ করে। সমাবেশে বক্তাগণ বলেন, কেন্দ্রীয় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ও ৩ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য মিথ্যা, বানোয়াট কথা লিখে ব্যাক্তিদ্বয়ের মানহানি করা আইনত দন্ডনীয় অপরাধ। যারা এ সকল অকর্মে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত মহলটি বাংলাদেশ আ.লীগের উন্নয়নে মহাসড়কের বাংলাদেশ ভাসতে এতে ইষান্বিত হয়ে এ অপপ্রচার চালাচ্ছেন। তারা দেশ ও জনগণের শত্রু। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
leave your comments