মো:এনামুল হক বাবু,বিনোদন প্রতিবেদক- বর্তমান প্রজন্মের জনপ্রিয় একজন শিল্পী সাথী খান। খুব অল্প দিনেই দর্শক জনপ্রিয়তা লাভ করেছে এই শিল্পী । সম্প্রতি এই সংঙ্গীতশিল্পীর আমি এক এমন পাখি শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমি এক এমন পাখি শিরোনামের গানটি লিখেছেন ও সুর ও সংগীত করেছেন কাবিক পলাশ গানটির মিউজিক করেছেন আদিব কবির।
গানটির পরিচালক রাজ বিশ্বাস সনকর। প্রযোজক জুয়েল মোরশেদ। ভিডিও পরিচালনা করেছেন
Zm স্টুডিও। গানটির বিষয় নিয়ে শিল্পী সাথী খানের সাথে কথা হলে তিনি স্বাধীন বাংলা ৭১ নিউজকে জানান গানটির লিরিক গুলো আমার খুবই পছন্দ হয় আমার পছন্দ থেকেই গানটি রেকর্ড করা হয়। গানটি খুবই অল্প সময়ের মধ্যে আমার দর্শকদের কাছে সাড়া পেলে দিয়েছে। আমি গানটি রেকর্ড করার পর থেকেই গানটি নিয়ে খুবই আশাবাদী ছিলাম।
গানটি টিকটক ও ইউটিউবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, গানটির সাথে টিকটক ভিডিও তৈরি করেছেন ২লক্ষ্যের ও বেশি মানুষ। ইউটিউবে গানটি দেখেছেন ২ লক্ষ ৪০ হাজারের ও অধিক মানুষ। সাথী খান আরো জানান গানটিতে মানুষের এতো ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত সবাই আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন আমি যেনো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসতে পারি।
leave your comments