আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে মামুরখাইন বরকত উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ২৩ তম বার্ষিক ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই ফেব্রুয়ারী শুক্রবার বরকত উল্লাহ চৌধুরীর বাড়িতে ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী (বাবুল)সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ওষখাইন আলি নগর দরবার শরীফের সাজ্জাদানশীন,পীরজাদা মোহাম্মদ ইলিয়াছ রজা (ম.জি.আ.), উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলিম মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের (চাঁদ মিয়া),বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,মুহাম্মদ হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।
কুরআন সুন্নাহ আলোকে প্রধান ওয়াজিন হিসেবে তকরির করেন, কক্সবাজার হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা সুপার ইসলামিক স্কলার,মুফতি মোহাম্মদ আবদুল আজিজ রজভী,বিশেষ ওয়াজিন ছিলেন মাওলানা আহমদ নূর আনছারী, খতিব,মাওলানা মুহাম্মদ বশির উলাহ্ সাহেব,মাওলানা নুরুল আনোয়ার হেলালী,মাওলানা নিজাম উদ্দিন তৈয়বী।
মাহফিলে বক্তারা বলেন-মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও।
“সমগ্র পৃথিবী যখন অন্যায় অত্যাচার নির্যাতনে অন্ধকারে নিমজ্জিত ছিল। হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন যখন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, মদ, জুয়া, বেহায়াপনা ছিল নিত্য দিনের সঙ্গী, মজলুমের আর্তচিৎকারে পৃথিবীর আকাশ যখন ভারী হয়ে উঠেছিল, তখনই আরবের বুকে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়ালে পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। তাঁর আগমনে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের সমাজে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল পুরো বিশ্বে। নবীজী’র (সাঃ) আগমনে অন্ধকারাচ্ছন্ন বিশ্ব আলোকিত হয়েছিল।
মাহফিলে শতাধিক সুন্নী জনসাধারণ অংশগ্রহণ করেন। শেষে মিলাদ, ক্বিয়াম শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
leave your comments