আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আনোয়ারা উপজেলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে রবিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা,ও সুহৃদ সম্মিলন অনুষ্ঠিত হয়।
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি জাহেদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আবদুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মো.রমজান আলী,উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান,বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন,পল্লী বিদ্যুৎ আনোয়ারা জোনালের ডিজিএম মো.জসিম উদ্দিন,আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমনসহ আনোয়ারা প্রেসক্লাব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৈনিক দেশ রূপান্তরের ভূয়সী প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে এই আশাবাদ করেছেন বক্তারা।
leave your comments