বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলায় বেগম জরিমন মফজল দিলারা ছবুর চৌধুরী শিক্ষা কল্যাণ বাের্ডের বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ মার্চ (শনিবার) সকালে মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নীয়া ছৈয়দাবাদ প্রাঙ্গণে ২৪ তম ৭ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ১৯ জন ছাত্র- ছাত্রীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদ’র সুপার মাও. আবুল কাশেম আনচারীর সভাপতিত্বে, পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাও. নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম জরিমন মফজল দিলারা ছবুর চৌধুরী শিক্ষা কল্যাণ বাের্ডের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও. আবদুস সবুর চৌধুরী, উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, প্রধান বক্তা ছিলেন ৮ নং হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, বিশেষ বক্তা ছিলেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন তৈয়বী, বিশেষ অতিথি ছিলেন বাের্ডের পরিচালক মো. এরফানুল হক, গাছবাড়ীয়া নিঃ গৌঃ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান আজাদ, মো. এহসান উল্লাহ, মাও. আবুল খালেক আল- কাদেরী, সাংবাদিক মো. আরফাত হোসেন, মাও. ক্বারী সোলাইমান, মাও. জাকের উল্লাহ, উর্মি আক্তার, রুমা আক্তার, রেজাউল করিম দুলাল, ইউপি উদ্যোক্তা মো. টিপু প্রমুখ।
leave your comments