আকাশ দাশ সৈকত…..মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয় নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতলো স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী ইংল্যান্ডের। দলীয় ১৬ রানের মাথায় তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরেন দাওহিদ মালান। সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ২৫ রান করে ফিরেন অন্য ওপেনার ফিল সল্ট। ব্যাট হাতে এইদিন বড় ইনিংস খেলতে পারেনি অধিনায়ক জশ বাটলার এবং মঈন আলি হাসান মাহমুদের শিকার হয়ে বাটলির ফিরেন মাত্র ৪ রান করে অন্যদিকে মেহেদী হাসানের শিকার হওয়ার আগে মঈন আলির ব্যাট থেকে আসে ১৫ রান।
দ্রুত চার উইকেট হারিয়ে বসা ইংলিশদের হয়ে এইদিন প্রতিরোধ গড়তে চেয়েছিলো বেন ডাকেট এবং স্যাম কারান। তবে ব্যক্তিগত ১২ রানের মাথায় কারানকে ফিরিয়ে ৩৪ রানের ছোট জুটি ভাঙেন মিরাজ। কারানের বিদায়ে ব্যাট হাতে ঝড় তুলতে পারেনি ক্রিস ওকস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংলিশদের হয়ে এক প্রান্ত ধরে রাখা বেন ডাকেটের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানে গুড়িয়ে যায় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ নেন ৪টি উইকেট। সাকিব-হাসান-তাসকিন আর মোস্তাফিজের শিকার একটি করে উইকেট।
জবাব দিতে নেমে দলীয় ২৬ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। দ্রুত দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশের হয়ে তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেনকে সঙ্গী করে প্রতিরোধ গড়ার চেষ্টা করে তরুণ তৌহিদ হৃদয়। তবে ব্যক্তিগত ১৭ রানের মাথায় হৃদয়কে ফিরিয়ে তৃতীয় উইকেটে দুইজনের গড়া ২৯ রানের জুটি ভাঙেন অভিষিক্ত রেহান আহমেদ। হৃদয়ের বিদায়ে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ ফিরেন ২০ রান করে। দলের এমন অবস্থায় ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেনি সাকিব আল হাসান এবং আফিফ হোসেন। তবে একপাশ ধরে রেখে খেলতে থাকা নাজমুল হোসেনের ৪৬ রানের উপর ভর করে ৭ বল আর ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার নেন ৩টি উইকেট ১টি করে উইকেট নেন কারান মঈন এবং রেহান আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড ১১৭/১০ (২০ ওভার) উইকেট ২৮ (২৮) সল্ট ২৫ (১৯) মেহেদী ৪/১২ হাসান ১/১০ বাংলাদেশ ১২০/৬ (১৯.৫ ওভার) নাজমুল ৪৬* (৪৭) মেহেদী ২০ (১৬)আর্চার ৩/১৩ রেহান ১/১১ ফলাফলঃ বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
leave your comments