পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ফাতেহায়ে ইয়াজদাহুম, ওরসে খাজা গরীবে নেওয়াজ, সিলসিলাহ-এ আলিয়া কাদেরিয়ার মাশায়েখ হযরাতে কেরামের সালানা ওরস মোবারক ও মরহুম পীর ভাই-বোনদের ঈসালে সাওয়াব উপলক্ষে আগামী ৪ জানুয়ারি শনিবার বাদে আসর হতে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল বাজার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম তম মাহফিলে ইশকে মোস্তফা (সাঃ)।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) কর্তৃক আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী (মাদ্দাজিল্লুহুল আলী)।
এতে না’তে রাসূল (সাঃ) পরিবেশন করবেন আন্তর্জাতিক না’ত খা হাফিজ হারুন উর রশীদ আল-কাদেরী, শায়ের মাওলানা নুরুল মোস্তফা খসরু সহ জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পীরা। এতে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক শাহাদাত হোসেন মুন্না ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, একই দিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে সম্পূর্ণ পর্দা সহকারে দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। – বিজ্ঞপ্তি
leave your comments