আনিসুর রহমান, রাউজান (চট্টগ্রাম)
ভারতীয় উপমহাদেশের আধ্যাত্বিক জগতের প্রাণপুরুষ, অলিয়ে কামেল, মুর্শিদে বরহক, হাযত রাওয়া, মুশকিল কোশা, ফানাফিল্লাহ-বাকাবিল্লাহ, আওলাদে রাসূল (দ) হযরতুল আল্লামা শাহ সুফী ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর রুহানী নির্দেশক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) ও ফাতেহায় ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল নানা কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার রাউজানের কদলপুরে হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) মঞ্জিল প্রাঙ্গনে আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির ব্যবস্থাপনায় এতে কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র খতমে গাউসিয়া শরীফ, তকরিরাত, মিলাদ ক্বিয়াম, আখেরী মোনাজাত ও তবররুক বিতরণ। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর ফয়েজ প্রাপ্ত মজযুব আওলাদে পাক ও দরবারের সাজ্জাদানশীন হযরত শাহাজাদা ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)।
উপস্থিত ছিলেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম শাহ (মা.জি.আ), ছোট শাহাজাদা ও আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির মহাসচিব শাহজাদা সৈয়দ মোকছুদুল আলম শাহ (মা.জি.আ)।
প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতিয়ে আহলে সুন্নত, হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মা.জি.আ)। প্রধান আলোচক ছিলেন ছিপাতলী গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির হযরতুলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেজামী (মা.জি.আ)। বিশেষ আলোচক ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র আরবি মুদাররিস মাওলানা রাশেদুল ইসলাম আলকাদেরী। পবিত্র খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু মূসা আলকাদেরী।
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান আনসারী ও আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটির কর্মকর্তা এসএম কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কদলপুর আইডিয়াল হাই স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ মফিজুল আলম চৌধুরী, হাটহাজারী নোমানিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা সৈয়দ ইসমাইল আলকাদেরী, মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন মাসরূফ আলকাদেরী, মাওলানা ফজলুল হালিম নূরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ।
নাতে রাসুল (দ) পরিবেশন করেন আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটির সদস্য মাওলানা তারেক আবেদীন, মুহাম্মদ কফিল উদ্দিন। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের কাদেরী। মহফিলে এলাকার পেশাজীবি, সাংবাদিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটির সকল শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ- জাতি ও মুসলিম উম্মাহ ও আশেকানে ছৈয়দ মোক্তার শাহ খেদমত কমিটি সকল কর্মকর্তা – সদস্য এবং প্রবাসীদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন দরবারের সাজ্জাদানশীনে হযরত ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)।
leave your comments