গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহরা ৫ নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালী গত ৬ সেপ্টম্বর (শুক্রবার) বাদ জুমা কালুরঘাট তৈয়্যবিয়া জামে মসজিদ হতে শুরু করে কাপ্তাই রাস্তার মাথা গিয়ে শেষ হয়।
র্যালী শেষে এক সমাবেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহরা ৫নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম কোম্পানির সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোর্শেদুল কাদেরী, মোহরা ওয়ার্ড গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মান্নান, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ লোকমান, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম বেলাল, দা’ওয়াতে খা’য়র সম্পাদক মাওলানা ইমাম হোসাইন কাদেরী, হাজী বাড়ি জামে মসজিদ এর খতিব মাওলানা আবু তাহের, পাঠানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান, মুহাম্মদ আল আমিন রেযা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওাসাল্লামের শুভাগমনের মাস হলো ঈদ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। মুমিনের ঈদের মাস। যিনি এই ধরাধামে না আসলে ঈদ-উল ফতর ও ঈদ-উল আযহা মুসলমানগণ পেতোনা। তাই মুমিন বান্দারা আল্লহ প্রদত্ত দুনিয়া ও আখিরাতে সর্ব কালের সর্ব নিয়ামত হিসাবে নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওাসাল্লামকে পেয়েছেন আর আল্লাহ কুরআনে বলেছেন তোমরা আমার যে কোনো নিয়ামত পাপ্ত হলে খুশি (ঈদ) উদযাপন করো।
মুমিনগণ ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মানে মূলতঃ আল্লাহর নির্দেশ পালন করেন।
বক্তারা রাস্ট্রীয়ভাবে এই বরকতময় ও মহা এবাদত যাথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
।।প্রেস বিজ্ঞপ্তি।।
leave your comments