রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:
সম্প্রতি সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ইউসুফ তালুকদারের শারীরিক অবস্থার খবর নিতে তার বাস ভবনে শনিবার (৩১ আগস্ট) রাত ১০টায় উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি গফুর খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ চৌধুরী রনি , রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান , রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, , ইঞ্জিনিয়ার রাসেল, সাংবাদিক নাছির উদ্দিন রকি, যুবদল নেতা ইকবাল চৌধুরী, যুবদল নেতা জানে আলম, হাজী এম এ মান্নান, আব্দুল শুক্কুর, সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা ছোটন আজম, মোহাম্মদ মুরাদ, ইলিয়াস তালুকদার, কামাল ,পারভেজ, আব্দুল্লাহ, রেজাউল করিম টিটু, মনির প্রমুখ।
leave your comments