ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ভালোবাসার উপহার পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা শবনম বুবলী, ত্রাণসামগ্রী নিয়ে তাঁর এলাকায় ছুটে গেছেন। কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন বুবলী। ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবিও আপলোড করেন তিনি। এসব ভিডিও এবং ছবির ক্যাপশনে বুবলী লেখেন, বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারন এটা আমার মানসিক শান্তি।
বুবলী আরও লেখেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু তা–ই নয়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেছেন, বন্যার শুরু থেকেই বানভাসিদের পাশে থাকার চেষ্টা করছিলেন। তবে যোগাযোগব্যবস্থা নাজুক থাকায় এই কয় দিন ঢাকা থেকেই সহযোগিতা দিতে হয়েছে। তবে বুবলীর ইচ্ছা ছিল সশরীর দুর্গতদের পাশে দাঁড়ানোর। সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি। চেষ্টা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানোর।
পাশাপাশি অন্যদের উৎসাহী করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছা করেই ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন বলেও জানান নায়িকা। বুবলী বললেন, শো–অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি; বরং অন্যরা যাতে এই ভালো কাজে উৎসাহী হন, সেটাই চেয়েছেন তিনি। এ সময় মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করছেন অভিনেত্রী
leave your comments