প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বাৎসরিক ইসলামি সভার আজ শেষ দিন। দেশ বিখ্যাত ইসলামি চিন্তাবিদ, আলেম মাশায়েখদের উপস্থিতি ও বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে সভাটি। লক্ষ লক্ষ ভক্তদের উজ্জীবিত অংশগ্রহণ আর সহযোগিতার শেষ দিনে নিকট ও দূরদূরান্ত থেকে আগত মুসল্লীগণের থাকা খাওয়াসহ সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে। পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী (রঃ)ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে ২ দিনব্যাপী ফান্দাউকের সভা আগামী ১০ ও ১১ মার্চ শুক্র ও শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
এতে তা‘লীম তারবিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহম্মাদ (মামুন)। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত হয়ে দু‘জাহানের অশেষ ছওয়াব হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন। রোববার বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহম্মাদ (মামুন)। আখেরী মোনাজাতের মাধ্যমে দু’দিন ব্যাপী সভার পরিসমাপ্তি ঘটবে। এ ব্যাপারে কথা হলে সভার অন্যতম আয়োজক, ফান্দাউক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সাইফ আহমেদ শিবলী বলেন, প্রায় একমাস ধরে সভাস্থল, খাওয়াদাওয়ার ব্যবস্থ, অতিথি আপ্যায়ণের ব্যবস্থা, সবকিছু শৃঙ্খলা মাফিক চলার জন্য পৃথক পৃথক কমিটি গঠন, জেলা ও উপজেলা প্রশাসনের সম্মতি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার সম্মতিসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের সভায় স্মরণকালের শ্রেষ্ঠ জমায়েত হবে।
leave your comments